টেকনোলোজি জায়ান্ট মাইক্রোসফট নিয়ে আসলো কোয়ান্টাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Q# । ২০১৭ সালের শেষের দিকে বর্তমান বিশ্বের অন্যতম বিখ্যাত এই কোম্পানিটি অফিশিয়ালি ঘোষণা দিয়ে ছিলো যে তারা একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে যেটা দিয়ে নাকি কোয়ান্টাম কম্পিউটারকে প্রোগ্রাম করা যাবে ।অবশেষে কোম্পানিটি তাদের নতুন কোয়ান্টাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রিভিউ ভার্শন রিলিজ করলো ।

শুধু তাই নয় , Q# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য SDK রিলিজ করেছে Microsoft । এই SDK তে রয়েছে Quantum Computing Simulator, Q# Programming Language Libraries এবং আরও অনেক কিছু । মাইক্রোসফটের বর্ণনা অনুযায়ী Q# হচ্ছে ডোমেইন নির্ভর প্রোগ্রামিং ভাষা যেটাকে কিনা শুধুমাত্র কোয়ান্টাম এলগোরিদম নিয়ে কাজ করবে এবং একে দিয়ে সাবপ্রোগ্রাম লিখে এক্সেকিউট করা যাবে ।
আপনি যদি কোয়ান্টাম প্রোগ্রামিং শিখতে চান তাহলে Microsoft Visual Studio ব্যবহার করেই শিখতে পারবেন । কোয়ান্টাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিম্যুলেটর দিয়ে ৩০ লজিকেল Qubit পর্যন্ত প্রোগ্রাম করা যাবে । তবে Microsoft Azure ইউজ করলে ৪০ লজিকেল Qubit পর্যন্ত প্রোগ্রাম করা সম্ভব হবে । জেনে রাখা ভালো যে , কোয়ান্টাম প্রোগ্রামিং এর ক্ষেত্রে মেমোরির প্রত্যেকটি ক্ষুদ্র একককে Qubit বলা হয় ।