এন্ড্রয়েড টিউটোরিয়ালের প্রথম পর্বে আমরা আলোচনা করবো এন্ড্রয়েড Activity Lifecycle সম্পর্কে ।এই টিউটোরিয়ালে আমরা যে টপিকগুলু শিখবোঃ
১) এন্ড্রয়েড Activity কি ? এন্ড্রয়েড Activity Lifecycle কিভাবে কাজ করে ?
২) এন্ড্রয়েড Activity Lifecycle এর মেথড গুলা কিভাবে কাজ করে ?
এন্ড্রয়েড Activity কি ? এন্ড্রয়েড Activity Lifecycle কিভাবে কাজ করে ?
এন্ড্রয়েডেের প্রত্যেকটা Screen কিংবা Window হলো একেকটা Activity । অর্থাৎ আমরা যখন কোন মোবাইল এপ ওপেন করি তখন যেই স্ক্রীনটা আমাদের সামনে আসে সেটাই হলো Activity । এখন কথা হলো এই Activity গুলু কাজ করে কিভাবে ? Activity সাধারণত একটা Lifecycle মেনে কাজ করে অর্থাৎ Activity তৈরি করা থেকে শুরু করে শেষ হওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট চক্র অনুযায়ী কাজ করে যাকে বলা হয় Activity Lifecycle । ওই Lifecycle ম্যানটেইন করার জন্য Android Operating System এ কিছু ফাংশন বা মেথড দেয়া আছে । এই মেথড গুলু হলো onCreate( ) , onStart( ) , onPause( ) , onResume( ) , onStop( ) , onDestroy( ) এবং onRestart( ) । এই মেথডগুলু দিয়েই Android Activity Lifecycle হ্যান্ডেল করা হয় ।

এন্ড্রয়েড Activity Lifecycle এর মেথডগুলু কিভাবে কাজ করে ?
এতক্ষণে আমরা জানতে পারলাম যে Android Activity Lifecycle কিছু মেথডের মাদ্ধমে হ্যান্ডেল করা হয় । তো দেখে নেয়া যাক এই মেথডগুলু কিভাবে কাজ করেঃ
১ ) onCreate( ) মেথডঃ আমরা যখন এপ চালু করি ঠিক তখনই এই মেথড ট্রিগার করে । অন্য কোন মেথড কল করা হোক বা না হোক কিন্তু onCreate( ) মেথড অবশ্যই কল করতে হবে কারণ এই মেথডের মদ্ধেই Activity Layout বাইন্ড করা থাকে ।
২ ) onStart( ) মেথডঃ onCreate( ) মেথড চালু হওয়ার ঠিক পরের মুহূর্তেই onStart ( ) মেথড চালু হয় । অর্থাৎ Activity যখন ইউসারের কাছে ভিসিবল হবে ঠিক তখনই এই মেথড কল হয় ।
৩ ) onResume ( ) মেথডঃ onStart( ) মেথড চালু হওয়ার ঠিক পরের মুহূর্তেই onResume ( ) মেথড চালু হয় । অর্থাৎ Activity এর সাথে ইউসার যখন Interact করা শুরু করে ঠিক তখনই এই মেথড কল হয় ।
৪ ) onPause ( ) মেথডঃ onPause ( ) মেথড সাধারণত কোন ধরনের কোড এক্সিকিউট করে না । যখন একটা Activity থেকে আরেকটা Activity তে যাওয়া হয় তখন আগের Activity কে pause করে দেয়ার জন্য onPause ( ) মেথড কল করা হয় ।
৫ ) onStop ( ) মেথডঃ onStop ( ) মেথড কল হয় যখন Activity ইউসারের কাছে ভিসিবল থাকে না । আমরা যখন হোম বাটনে ক্লিক করি তখন এই মেথড কল হয় ।
৬ ) onDestroy ( ) মেথডঃ Android System যখন কোন এপকে destroy করে তখন onDestroy ( ) মেথড কল করা হয় । Destroy করার সময় প্রথমে onPause ( ) কল হবে তারপর onStop ( ) এবং ঠিক তারপর onDestroy ( ) মেথড কল হয় ।
৭ ) onRestart ( ) মেথডঃ onStop ( ) মেথড থেকে নতুন করে যখন এপ চালু হয় তখন onRestart ( ) কল হয় । তবে onDestroy ( ) এর পরে কিন্তু onRestart ( ) মেথড কল হবে না বরং onCreate ( ) মেথড কল হবে । নিচে একটা প্রোগ্রামের মাদ্ধমে বুঝিয়ে দেয়া হয়েছে
public class MainActivity extends AppCompatActivity { /** Called when the activity is first created. */ @Override protected void onCreate(Bundle savedInstanceState) { super.onCreate(savedInstanceState); setContentView(R.layout.activity_main); Toast.makeText(this, "onCreate method triggered !", Toast.LENGTH_SHORT).show(); } /** Called when the activity is about to become visible. */ @Override protected void onStart() { super.onStart(); Toast.makeText(this, "onStart method trigger", Toast.LENGTH_SHORT).show(); } /** Called when the activity has become visible. */ @Override protected void onResume() { super.onResume(); Toast.makeText(this, "onResume method trigger", Toast.LENGTH_SHORT).show(); } /** Called when another activity is taking focus. */ @Override protected void onPause() { super.onPause(); Toast.makeText(this, "onPause method trigger", Toast.LENGTH_SHORT).show(); } /** Called when the activity is no longer visible. */ @Override protected void onStop() { super.onStop(); Toast.makeText(this, "onStop method trigger", Toast.LENGTH_SHORT).show(); } /** Called just before the activity is destroyed. */ @Override protected void onDestroy() { super.onDestroy(); Toast.makeText(this, "onDestroy method trigger", Toast.LENGTH_SHORT).show(); } /** Called when the activity is restarted after stopping it. */ @Override protected void onRestart() { super.onRestart(); Toast.makeText(this, "onRestart method trigger", Toast.LENGTH_SHORT).show(); } }
আজকে এই পর্যন্তই । ভালো লাগলে শেয়ার করবেন